সনাতন ধর্ম ত্যাগ করে নন্দ মুসলিম হলেন

সনাতন ধর্ম ত্যাগ করে নন্দ মুসলিম হলেন

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মালম্বী থেকে নন্দ বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন। মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে নন্দ বিশ্বাস আবু রায়হান নাম গ্রহণ করেছেন।

 ২৪ জুলাই সোমবার গোপালগঞ্জ নোটারী পাবলিক এর কার্যালয় থেকে থেকে সনাতন ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন তিনি। আবু রায়হান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সালিনাবক্সা গ্রামের কপিল বিশ্বাসের ছেলে। আবু রায়হানের সাথে আলাপকালে তিনি মুকসুদপুর সংবাদকে জানান, তিনি বড় হবার পর থেকে একটু ভালো মন্দ বুঝার পরেই তিনি ইসলাম ধর্মের বিভিন্ন প্রকার বই তিনি পড়া শুরু করেন। মুসলিমদের সাথে উঠাবসা শুরু করেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  তিনি বলেন Ñইসলাম ধর্ম যে শান্তির ধর্ম এটা বুঝতে পেরে আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করি।