রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজের উদ্বোধন

রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজের উদ্বোধন

আরেফিন মুক্তা: রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট ও রিসোর্টের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ জুলাই সকালে পৌরসভার প্রভাকরদীস্থ নিজস্ব জমিতে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রীমওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল কাশেম রাজ, উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, পৌরমেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মহিউদ্দীন মিঠু শরীফ, খান্দারপাড়া আওয়ামী লীগের সভাপতি নওশের আলী বাদল মল্লিক, সম্পাদক আমিনুল ইসলাম মিলন এবং নাননু মোল্য, ড্রীমওয়ে গ্রুপের ব্যবস্থপনা পরিচালক আফজালুর রহমান, পরিচালক আবু সুফিয়ান ঝিলম পরিচালক মিজানুর রহমান কচি প্রমুখ। রাজদরবারের মুখপাত্র আকবর হোসেন জানান  রিশাতলা মোড়ের কাছে প্রভাকরদী মৌজায় ২ একর ১০ শতক জমির উপরে প্রায় ২ কোটি টাকার প্রকল্পে ৩ তলা বিশিষ্ঠ রাজদরবার হাইওয়ে রেষ্টুরেন্টসহ রিসোর্ট স্থাপন করা হবে। এটা হবে সর্বাধুনিক নয়াভিরাম এবং আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন।