যুবলীগের তারুণ্যের জয়যাত্রা
বাবু মোল্লা: বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে কেন্দ্রের নির্দেশে মুকসুদপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার বিকালে মুকসুদপুর উপজেলা যুবলীগের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজমোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ নেতা শেখ শাহারিয়ার বিপ্লব। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা রিফাতুল আলম মুছা।



Admin
