পিপিএম পদক পেলেন মুকসুদপুরের সন্তান এএসপি ইমরান

পিপিএম পদক পেলেন মুকসুদপুরের সন্তান এএসপি ইমরান

ঢাকা অফিস থেকে শেখ মানিক: কর্মক্ষেত্রে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা’ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সিনিয়র এএসপি) ইমরান হোসেন মোল্যা। পুলিশ সপ্তাহ ২০২৪ এর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি এ মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন। এছরের পুলিশ সপ্তাহে ৪শ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন ক্যাটেগরিতে পদক পেয়েছেন। ৩৫ তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা ইমরান কৃতি সন্তান। তার বাড়ি গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর (বর্তমানে দাসেরহাট) গ্রামে। তার পিতা শামচুল হক মোল্যা ও মাতা মাহফুজা বেগম। পাঁচ ভাইবোনের মধ্যে ইমরান ৩য়। ব্যক্তিগতভাবে তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক।

এএসপি ইমরান ২০০৪ সালে মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে মুকসুদপুর কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে বিবিএ ও এমবিএ ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে ৩৫তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশের চাকরির আগে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে সাময়িকভাবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সফরসঙ্গী হিসেবে সিনিয়র এএসপি ইমরান ২০১৯ সালে স্পেন সফর করেন। তিনি ডিএমপির প্রটেকশন, ট্রাফিক, মিডিয়া, গোয়েন্দা ও ক্রাইম ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি পুলিশের বিভিন্ন ফিল্ড ও বাস্তব পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পিপিএম পদক পাওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সহকর্মীবৃন্দ ও পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এডিসি) ইমরান হোসেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জন করায় মুকসুদপুর কাশিয়ানি গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এবং বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি, মুকসুদপুর আওয়ামী লীগ সভাপতি রবিউল আলম শিকদার, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন তাকে অভিনন্দন জানিয়েছেন।