গোপালগঞ্জের পোলা
নিজামউদ্দীন মুন্সী...
গোপালগঞ্জের আমি গর্বিত সন্তান
এই গোপালগঞ্জ আমার বাবার সমান
এই গোপালগঞ্জ আমার মায়ের সমান
এখানের ধুলোবালি গায়ে মেখে জুড়াই পরান।
এখানে জন্মেছে শেখ মুজিবুর রহমান
হাজার বছরের তিনি শ্রেষ্ঠ সন্তান,
আজকের বাংলাদেশ তাঁরই অবদান
শেখ মুজিব আর বাংলাদেশ সমান সমান।
দেশের কিছু জারজ খুনি নিল তাঁর প্রাণ
হত্যাকারীরা বিশ্বের নিকৃষ্ট জারজ সন্তান,
খুনিদের বিচারের পালা চলমান
দাবি তাই, সবার বিচার কাজের হোক সমাধান।



Admin
