অমর একুশে বইমেলায় আসছে কবি মাহফুজ রিপনের তিনটি প্রকাশনা
নিজস্ব প্রতিনিধি: অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষ্যে কবি মাহফুজ রিপন দুটি গ্রন্থ এবং একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছেন। স্বপ্ন’৭১ প্রকাশনী থেকে আসছে মাহফুজ রিপনের ৬ষ্ঠ কাব্যগ্রন্থ ‘তিন তাসের মানুষ’। ৪৮ পৃষ্ঠার গ্রন্থটির ভূমিকা লিখেছেন আসাম বিশ^বিদ্যালয় শিলচর, ভারতের বিভাগীয় প্রধান কবি সুমন গুণ, মাটিগন্ধা এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন চিত্র শিল্পী রাজীব দত্ত। কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে সত্তর দশকের অন্যতম কবি মাহমুদ কামালকে। মূল্য ২০০ টাকা। দোলন প্রকাশনী থেকে আসছেÑ শিশুতোষ গল্পগ্রন্থ ‘টিফিন পলাতক’। মূল্যবোধের এই গল্পগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেনÑ চিত্র শিল্পী মোস্তাফিজ কারিগর। মূল্য ১১০ টাকা। এছাড়া মননশীল সাহিত্যর্চ্চার লিটল ম্যাগাজিন ‘ব্যাটিংজোন’ এর ‘মাঝি’ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে এবারের বইমেলায়। দুইবাংলার প্রথিতযশা কবি সাহিত্যিকদের সাথে মুকসুদপুরের কবি, সাহিত্যিকদের লিখনিও স্থান করে নিয়েছে ‘ব্যাটিংজোন’ এর পঞ্চম সংখ্যা। কবি মাহফুজ রিপন জানান অমর একুশে বইমেলা ২০২৪ এর শুরু থেকেই ‘স্বপ্ন’৭১, ‘দোলন’ এবং ‘ব্যাটিংজোন’ স্টলে পাওয়া যাবে বই এবং লিটল ম্যাগাজিন।



Admin
